

বৃটিশ কাউন্সিল কর্তৃক প্রদত্ত “ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড” প্রাপ্তি বিশ্বের যেকোন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত সম্মানের অর্জন। ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় ২০১৯ সালে এই পুরস্কার প্রাপ্তির উদ্দেশ্যে কাজ শুরু করে। বিদ্যালয়ের কম্পিউটার ডেমোনেস্ট্রেটর ও আইএসএ কো-অর্ডিনেটর জনাব সৌমিত্র বিশ্বাসের নেতৃত্ত্বে ভারত, পাকিস্তান ও নেপালের মোট ৭টি স্কুলের সাথে একযোগ কাজ করে ডিসেম্বরে আবেদনপত্র জমা দেওয়া হয়। সৃষ্টিকর্তার মহান কৃপায় ২০২০ সালে অত্র বিদ্যালয়ের ISA প্রাপ্তির খবর নিশ্চিত করে বৃটিশ কাউন্সিল কর্তৃপক্ষ। বিশ্বব্যপী কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে সেই সময়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়।

প্রায় ২ বছর পরে ২০২১ সালের ডিসেম্বরে বৃটিশ কাউন্সিল ISA সনদ গ্রহণের জন্য অত্র বিদ্যালয়কে আমন্ত্রণ জানায়। খুলনার হোটেল City Inn এর সেমিনার কক্ষে এক জমকালো অনুষ্ঠানের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আইউব হোসাইন ও আইএসএ কো-অর্ডিনেটর জনাব সৌমিত্র বিশ্বসের হাতে ISA ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুখ, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুর রশিদ, জেলা শিক্ষা অফিসারস জনাব মোঃ রুহুল আমিনসহ আরো অনেকে।